শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > বাংলাদেশের বিপক্ষে খেলবেন না বুমরাহ

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না বুমরাহ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন ভারতীয় দলের এক নম্বর পেসার জাসপ্রিত বুমরাহ। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তিনি থাকছেন না। শুধু তাই নয়, এরপর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজেও খেলতে পারবেন না ডানহাতি এই পেসার।

স্ট্রেস ফ্র্যাকচারে প্রায় দুই মাস খেলার বাইরে থাকতে হবে বুমরাহকে। চোটের চিকিৎসা করাতে তিনি উড়ে যাচ্ছেন লন্ডনে। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন কর্তা বিষয়টি জানান সংবাদসংস্থা পিটিআইকে।
ধফাবৎঃরংবসবহঃ

বিসিসিআইয়ের ওই কর্তা বলেন, ‘বুমরাহর চোট সারানোর জন্য বিশেষ পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় বোর্ড। লন্ডনে পাঠিয়ে তার শুশ্রূষা করানো হবে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ফিজিয়োথেরাপিস্ট আশিস কৌশিক তাকে সঙ্গ দেবেন। বুমরাহর সঠিক চোট নির্ণয়ের জন্য লন্ডনে তিনজন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করার সময়ও ঠিক করে দিয়েছে ভারতীয় বোর্ড।’

আগামী নভেম্বরে ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সফর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ৩ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি।

এরপর ১৪ নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না বুমরাহ।