শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বাংলাদেশের কাছে ভারতকে ক্ষমা চাওয়ার দাবিতে নিউইয়র্কে মানব বন্ধন

বাংলাদেশের কাছে ভারতকে ক্ষমা চাওয়ার দাবিতে নিউইয়র্কে মানব বন্ধন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ফেলানী হত্যার জন্যে দায়ী অমিয় ঘোষের ফাঁসি এবং এহেন হত্যাকাণ্ডের জন্যে বাংলাদেশের কাছে ভারতীয় কর্তৃপক্ষকে প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবিতে ১৫ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকালে) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রবাসী বাঙালিদের এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেছে কয়েকটি মানবাধিকার সংস্থাসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসী। ‘সেইভ হিউম্যানিটি-হুয়ের ইজ ইউনাইটেড ন্যাশন্স’, ‘অমিয় ঘোষের ফাঁসি চাই’, ‘কত রক্ত চায় বিএসএফ’, ‘জান দেব তবু মান দেব না’, ‘ফেলানী-ইনজাস্টিস-উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচারের নামে প্রহসন-মানি না মানবো না’ ইত্যাদি পোস্টার হাতে প্রবাসীদের এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভারতীয় সীমান্তরক্ষী কর্তৃক বাংলাদেশীদের পাখীর মত হত্যা করার মানসিকতা পরিহার করার আহ্বান জানানো হয়। এছাড়া ভারতীয় সীমান্তরক্ষীদের ব্যাপারে অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনের সংগঠকদের মধ্যে ছিলেন কম্যুনিটি অ্যাক্টিভিস্ট জামান তপন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান, জাসদ নেতা হাজী লিটন, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সংগঠক আতাউর রহমান আতা, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি আব্দুর রহিম হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য, ফেলানী হত্যার বিচারের জন্যে এর আগেও নিউইয়র্কে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন প্রতিবাদ সমাবেশ করেছেন। নিউইয়র্কে ভারতীয় কন্সু্লেেট স্মারকলিপিও প্রদান করা হয় দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে।