শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বাংলাদেশের উপকূলে গ্যাস উত্তোলনের দায়িত্ব পাচ্ছে ভারতের ওএনজিসি

বাংলাদেশের উপকূলে গ্যাস উত্তোলনের দায়িত্ব পাচ্ছে ভারতের ওএনজিসি

শেয়ার করুন

কলকাতা প্রতিনিধি ॥ বাংলাদেশের উপকূলে তিনটি গ্যাস ব্লকে খননের দায়িত্ব পাচ্ছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। আগামী সেপ্টেম্বরেই এ সংক্রান্ত চুক্তি স্বারিত হবে বলে জানা গেছে। উপকূলে প্রথম আবিস্কৃত গ্যাসের খনি কুতুবদিয়াতেও ওএনজিসি গ্যাস উত্তোলনের কাজ করবে। তবে সেটা বিশেষ প্যাকেজ হিসেবে ওএনজিসির হাতে দেয়া হবে।
বাংলাদেশের উপকুলের দুটি গ্যাস ব্লকে খনন চালানোর যে দরপত্র ডাকা হয়েছিল তাতে ভারতই একমাত্র আগ্রহী ছিল। অন্য কোনও বিদেশি সংস্থা ছিল না। অবশ্য মার্কিন সংস্থা কনোকোফিলিপসসহ বেশ কয়েকটি সংস্থা দরপত্রে অংশ নিলেও পরে তারা ঝুঁকি সংক্রান্ত প্রশ্নে মতবিরোধ দেখা দেওয়ায় বীড থেকে সরে দাঁড়ায়। তিনটি গ্যাস ব্লক উপকুলের ৩ থেকে ২০০ মিটার গভীরে অবস্থিত। ওএনজিসি সূত্রে বলা হয়েছে, পূর্ব উপকুলে গ্যাস খনননের অভিজ্ঞতা থাকায় তারা এই দরপত্রে অংশ নিয়েছিল। গ্যাস উত্তোলনের পরিমাণের উপর নির্ভর করে ওএনজিসি আগামী দিনে বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্র, সার উৎপাদন এবং পেট্রোকেমিক্যাল কারখানা তৈরির কথা চিন্তাভাবনা করবে।