শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > বাংলাদেশকে ল্যাথামের হুমকি

বাংলাদেশকে ল্যাথামের হুমকি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

নিউজিল্যান্ডের এই ওপেনিং ব্যাটসম্যানের আগুনে বারবারই পুড়েছে টাইগাররা। দারুণ এক সেঞ্চুরিতে রোববার ডাবলিনের মালাহাইডে আইরিশদের ধসিয়ে দিয়েছেন ল্যাথাম। তারপর ঘোষণা দিয়েছেন, বুধবার ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের ওপর আরেকবার সজোরে আঘাত হানতে চান। যদিও এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির এই তিনজাতি সিরিজে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। এক ম্যাচ হাতে রেখেই।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ২৫ বছরের বাঁহাতি ল্যাথাম করেছিলেন ৫৪ রান। রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন মারলেন সেঞ্চুরি। ১০৪। আর ফর্মে থাকা এই ব্যাটসম্যান ম্যাচসেরার পুরস্কার হাতে চোখ রেখেছেন বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচটার দিকেই, ‘প্রত্যেক ম্যাচেই আমরা উন্নতি করতে চাই। এদিনও করলাম। প্রত্যেক খেলোয়াড়ের তার নিজস্ব ভূমিকা পালনের কথা বলি আমরা। এদিন সেটা দেখে খুব ভালো লাগলো।’ এরপর টাইগারদের প্রসঙ্গ টেনে ল্যাথামের হুমকি, ‘বাংলাদেশের বিপক্ষেও আমরা উন্নতি করতে চাই। আমরা চাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকরা যাতে অনেক ভাবার সময় পান।’