শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বসুন্ধরা নিউ ইয়ার কাপ গলফ সমাপ্ত

বসুন্ধরা নিউ ইয়ার কাপ গলফ সমাপ্ত

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ বসুন্ধরা নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে মঙ্গলবার ২৬শে ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্ট শেষে আর্মি গলফ গার্ডেনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রাজ্জাক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মির্জা মোহাম্মদ মনজুর কাদির, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও উপদেষ্টা লে. কর্নেল খন্দকার আবদুল ওয়াহেদ (অব.)। বিজয়ী অ্যামেচার গলফারদের কোন আর্থিক পুরস্কার না থাকলেও বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ছিল গিফট হ্যাম্পার ও ক্রেস্ট। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের খেলোয়াড়দের পাঁচ ক্যাটিগরিতে ভাগ করা হয়। ৬৫০ জন খেলোয়াড়ের অংশগ্রহণের টুর্নামেন্টে সিনিয়র বিভাগে গ্রুপ ক্যাপ্টেন আশরাফুল আজহার, রেগুলার বিভাগে মিস্টার আবদুল আজিজ জর্জ, জুনিয়র বিভাগে মাস্টার সিয়াম, ভ্যাটারান বিভাগে মেজর জেনারেল মাহমুদুল হাসান (অব.) ও মেয়েদের বিভাগে শিরোপা জিতেছেন মিস তাসফিয়া।
প্রধান অতিথির বক্তৃতায় লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল দেশের সবচেয়ে বড় গলফ টুর্নামেন্টের আয়োজনের জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে কৃতজ্ঞতা জানান। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করার পর তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দেশের মানুষের জন্য যে কাজ করছে তার জন্য আমরা গর্বিত। ক্রীড়াক্ষেত্রে বসুন্ধরা আজ অন্যতম পৃষ্ঠপোষক। তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশা করছি।’