শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > বসবাসের দ্বিতীয় সর্বোচ্চ অযোগ্য শহর ঢাকা

বসবাসের দ্বিতীয় সর্বোচ্চ অযোগ্য শহর ঢাকা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বসবাসের জন্য দ্বিতীয় সর্বোচ্চ অযোগ্য শহর নির্বাচিত হয়েছে রাজধানী ঢাকা। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট এর বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি জানায়, বাংলাদেশের রাজধানী ঢাকার চেয়ে কেবল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামাস্কাসের অবস্থা খারাপ। এমনকি যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানা, ইরাকের রাজধানী বাগদাদ ও আফগানিস্তানের রাজধানী কাবুলের অবস্থা ভালো।

১৪০টি দেশের উপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। শহরের রাজনৈতিক পরিস্থিতি, জীবন ধারণের মান, অপরাধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানদণ্ডের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। তালিকায় বসবাসের জন্য সবচেয়ে উপযোগী শহর নির্বাচিত হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশ তালিকার শীর্ষে অবস্থান করছে।

দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্ন তালিকায় এক নম্বরে ছিল। তবে এবার ইউরোপের শহরগুলোর অবস্থান পূর্বের চেয়ে ভালো অবস্থায় রয়েছে।

বসবাসের উপযোগী ১০ শহর:

১. ভিয়েনা, অস্ট্রিয়া
২. অস্ট্রেলিয়ার মেলবোর্ন
৩. ওসাকা, জাপান
৪. ক্যালগেরি, কানাডা
৫. সিডনি, অস্ট্রেলিয়া
৬. ভ্যানকাউভার, কানাডা
৭. টোকিও, জাপান,
৮. টরেন্টো, কানাডা
৯. কোপেনহেগেন, ডেনমার্ক
১০. অ্যাডিলেড, অস্ট্রেলিয়া

বসাবাসের অযোগ্য ১০ শহর:
১. দামাস্কাস, সিরিয়া
২. ঢাকা, বাংলাদেশ
৩. লাগোস, নাইজেরিয়া
৪. করাচি, পাকিস্তান
৫. পোর্ট মোরেসবাই, পাপুয়া নিউগিনি
৬. হারারে, জিম্বাবুয়ে
৭. ত্রিপোলি, লিবিয়া
৮. দুয়ালা, ক্যামেরুন
৯. আল-জিয়ার্স, আলজেরিয়া
১০. ডাকার, সেনেগাল

সূত্র: বিবিসি