শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বশেমুরবিপ্রবিতে ভর্তির আবেদন শেষ রোববার

বশেমুরবিপ্রবিতে ভর্তির আবেদন শেষ রোববার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি ) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন শেষ হচ্ছে রোববার (১৫ নভেম্বর) রাত ১২টায়। এর আগে ০১ অক্টোবর শুরু হয় এ প্রক্রিয়া।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ০২ থেকে ০৪ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা ০২ ডিসেম্বর ও সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ০৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ই, এফ এবং জি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৪ ডিসেম্বর।

বশেমুরবিপ্রবিতে এবার সাতটি অনুষদের ২০টি বিভাগে ভর্তি পরীক্ষার মাধ্যমে এক হাজার ৪৩০ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ বছরই বিশ্ববিদ্যালয়ে সমাজিক বিজ্ঞান অনুষদের অধীনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে মার্কেটিং বিভাগ, জীববিজ্ঞান অনুষদের অধীনে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও এগ্রিকালচার এবং আইন অনুষদের অধীনে আইন বিভাগ চালু হচ্ছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট িি.িনংসৎংঃঁ.বফঁ.নফ -এ জানা যাবে।