শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বলার মতো তথ্য নেই

বলার মতো তথ্য নেই

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডে জোড়া খুনের ঘটনায় বলার মতো কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘গোয়েন্দা বাহিনী এর তথ্য উদঘাটনে তৎপর আছে।’

তবে এসব খুনকে ‘টার্গেট কিলিং’ বলে অভিহিত করেছেন তিনি। বলেছেন, ‘তারা হত্যার উদ্দেশ্যে এসেছিল এবং হত্যা করেই পালিয়ে যায়।’ ওই নৃশংস জোড়া খুনে ৫ জন দুর্বৃত্ত অংশ নেয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ‘তদন্তের পর পুরো ঘটনা জানাতে পারব’, বলেন তিনি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে এসব খুন করা হচ্ছে।

সব খুনের শেকড়ই এক উল্লেখ করে তিনি বলেন, ‘কখনও শিবির, কখনও জেএমবি, কখনও আনসারুল্লাহ নামে এসব করা হচ্ছে। তারা সবাই সন্ত্রাসী।’

এসব খুনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এমন ঘটনা ঘটছে। তার তুলনায় বাংলাদেশে সন্ত্রাসীরা নিয়ন্ত্রণে রয়েছে।’

গত শনিবার (২৩ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছি। আশা করি, আপনাদেরকে ভাল কিছু জানাতে পারব।’

গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের সুরক্ষিত এলাকায় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যা করে দৃর্বৃত্তরা। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তনু হত্যাকাণ্ডের সঙ্গে কলাবাগানের ঘটনার মিল নেই।’