শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বর্ষবরণে নিপীড়ন টুকিটাকি ঘটনা, হতেই পারে : নৌমন্ত্রী

বর্ষবরণে নিপীড়ন টুকিটাকি ঘটনা, হতেই পারে : নৌমন্ত্রী

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥

ঢাবি : বহুল আলোচিত গত বছর টিএসসিতে বর্ষবরণে সংগঠিত নারীদের উপর নির্যাতন এর ঘটনা গুরুত্বহীন নৌমন্ত্রী শাহাজান খানের কাছে। তিনি বলেছেন, ‘পহেলা বৈশাখ আমাদের বাঙালি জাতির জীবনে বছরের প্রথম দিন। এই পহেলা বৈশাখে অনেক নারী-পুরুষ রাস্তায় থাকে। এই কোটি কোটি মানুষের দেশে ঢাকা শহরে প্রায় দুই কোটি মানুষ থাকে। তার মধ্যে এমন কী ঘটনা ঘটেছে যা সংবাদ হওয়ার মতো। একটা টুকিটাকি ঘটনা হতেই পারে। এতগুলো মানুষের মধ্যে এটা তেমন কোনো বিষয়ই না।’

মঙ্গলবার ( ৮মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে ‘নতুন ধারা’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের ১০ জন নারীকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

মন্ত্রী বলেন, ‘উন্নত দেশে এর চাইতে বেশি ঘটে। এর চেয়ে আরও মারাত্মক মারাত্মক ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই সরকারের সমালোচনা করতে চান। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ।’

তিনি আরো বলেন, ‘পৃথিবীতে বহু দেশ আছে যারা নারীদের ভোগ্যপণ্য হিসেবে মনে করে। অনেক দেশ আছে নারীদের সঠিক অধিকার দেয় না।’

সংগঠনের নির্বাহী পরিচালক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জারা জাবিন, জয়যাত্রা ফাউন্ডেশনের সিইও হেলেন জাহাঙ্গীর, হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভীন প্রমুখ।