শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বরিশালে ২০ দলে লাপাত্তা ১২ দল

বরিশালে ২০ দলে লাপাত্তা ১২ দল

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

বরিশাল: জেলায় ২০ দলীয় জোট নামমাত্র। জোটভুক্ত ৮ সংগঠনের অস্তিত্ব কোনমতে খুঁজে পাওয়া গেলেও অপর দলগুলো সাংগঠনিক কোন ঠিকানাই নেই। এমনকি নেই কোনো সাংগঠনিক কাঠামোও।

মূলদল বিএনপির বিভিন্ন কর্মসূচিতে ২০ দলের ব্যানার দেখা গেলেও শরীক দলগুলোর শীর্ষ নেতাদের কারও উপস্থিতি চোখে পড়েনি। এমনকি সাবেক মেয়র ও বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারও বলতে পারেননি জোটভুক্ত অন্য দলগুলোর জেলা কার্যালয়ের ঠিকানা ও নেতাদের নাম পরিচয়।

বিগত দিনের সরকারবিরোধী আন্দোলন সংগ্রামেও ২০ দলের অধিকাংশ সংগঠনগুলোকেই মাঠে নামতে দেখা যায়নি। এমনকি বিএনপি নেতারা যে ৮টি সংগঠনের নাম বলছেন সেগুলোও আন্দোলন সংগ্রামে তেমন কোনো ভূমিকাই চোখে পড়েনি। তাছাড়া ওই সব সংগঠনে জেলার নেতৃত্বেও কে বা কারা রয়েছেন তাও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের মতে, বরিশালে শুধু নামেই ২০ দল, কিন্তু কাজে রয়েছে মাত্র ৮টি সংগঠন। বিশেষ করে এ সংগঠনগুলোর আন্দোলনে বেশি ভূমিকা রাখতে দেখা জামায়াতকে। ইসলামী ঐক্যজোট, এলডিপি, জাগপা, পিএনপি, খেলাফত মজলিস এবং জাতীয় পার্টি (একাংশ) একেবারেই অস্তিত্বহীন। তবে, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি- বরিশালে বিএনপি ব্যতীত অঙ্গ-সংগঠনগুলোর কার্যালয় বা সাংগঠনিক কর্মকাণ্ড না থাকলেও এখানে আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীনও ২০ দলে বিএনপি-জামায়াতসহ ৮টি দল ছাড়া আর কোন কোন সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে সে বিষয়টি সম্পর্কেও নিশ্চিত কিছু বলছে পারছেন না।

সূত্রমতে, বরিশাল মহানগরীর কোথাও বিএনপি ব্যতীত তাদের অন্য কোন সহযোগী সংগঠনের কার্যালয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি দীর্ঘদিন খোঁজ-খবর নিয়েও বিএনপির অঙ্গ-সংগঠনগুলোর কোনো নেতাকর্মীদের পরিচয়ও পাওয়া যায়নি।

যদিও এর বিপরীতে বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান জুতসই যুক্তি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের মেয়াদে অধিকাংশ দলগুলো নিয়ে জোট হওয়ায় নেতাকর্মীরা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল না থাকাটাই স্বাভাবিক।’

একই প্রসঙ্গে বিএনপি কেন্দ্রীয় নেতা ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বরিশালে ২০ দল আছে। এবং তারা সকল সরকারবিরোধী বা দলীয় কর্মসূচিতে আন্দোলন রাজপথে বিএনপির পাশে সব সময়েই থাকছে।’ বাংলামেইল২৪ডটকম