শুক্রবার , ১৫ই নভেম্বর, ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বরিশালের অভ্যন্তরীণ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

বরিশালের অভ্যন্তরীণ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নদী বন্দরে সতর্কতা সংকেত থাকায় শনিবার সকাল ১০টা থেকে অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের ছোট লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল অঞ্চলের নদী বন্দরে আবহাওয়া অধিদপ্তর থেকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখানোয় জারি করা হয়েছে এ নিষেধাজ্ঞা।
বরিশাল নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সূত্র বাংলানিউজকে জানান, দুই নম্বর সতর্কতা সংকেত থাকায় সকাল থেকে অভ্যন্তরীণ রুট বরিশাল থেকে বাহেরচর ও দশমিনাগামী দুটি লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে অন্যান্য রুটের লঞ্চগুলো ৬৫ ফুটের চেয়ে বড় হওয়ায় যথারীতি চলাচল করছে। এ লঞ্চগুলো চলাচলে যাত্রীদের তেমন একটা সমস্যা হবে না।
বরিশাল নৌ বন্দর সূত্র বাংলানিউজকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দুই নম্বর সতর্কতা সংকেত থাকায় সকাল ১০টা থেকে ছোট লঞ্চ (৬৫ ফুটের কম) চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা বলবৎ নয় বলে জানান তিনি।