সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বরগুনায় উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বরগুনায় উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, বরগুনা ॥ বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

গত ২৬ জুলাই এক সড়ক দুর্ঘটনায় এ আসনের সংসদ সদস্য গোলাম সবুর টুলু নিহত হলে এ আসনটি শূন্য থাকে।

এদিকে সকাল থেকে ভোটাররা স্বতস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট প্রদান করেন। তবে সকালে কেন্দ্রে ভোরারদের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়াবে বলে জানা গেছে।

এ আসনের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হলেন- ইসলামী আন্দোলন সাবেক সাংসদ গোলাম সরোয়ার হিরু (হাতপাখা) এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন (নৌকা)।

সকালে প্রার্থী হাচানুর রহমান রিমন ভোট প্রদান শেষে নির্বাচনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে বলেছেন, পাথরঘাটা-বামনা-বেতাগীর মানুষ উন্নয়নের স্বার্থেই তাকে বিজয়ী করবে।

এদিকে গোলাম সরোয়ার হিরু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরেপে না হওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নির্বাচন অবাধ হলে তিনি নিশ্চিত বিজয়ী হবেন।

বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বাংলামেইলকে জানিয়েছেন, নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য নিয়োগ করা হয়েছে।

বরগুনা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে ৩টি উপজেলা, ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩ জন। যার মধ্যে নারী ১ লাখ ১৮ হাজার ২৪৬ এবং পুরুষ ১ লাখ ১২ হাজার ৭৫৭ জন।

গত ২৬ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় এক সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য গোলাম সবুর টুলু মারা গেলে আসনটি শূন্য হয়।