স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: বেশকদিন ধরেই গুঞ্জন ছিল চরমে। বরখাস্ত হতে পারেন রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ। তার স্থলে আসার জন্য প্রস্তুত ফরাসি কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদান। শেষ অবধি এমন গুঞ্জনই সত্যি হলো। বিদায় নিতে হয়েছে বেনিতেজকে। রোনালদোদের নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন জিদান। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়নি রিয়াল। স্প্যানিশ গণমাধ্যম আপাতত এমনটিই জানিয়েছে।
রোববার লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে দুই দফায় এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করে রিয়াল। এমন রেজাল্টের কারণেই রাফার বহিস্কার আরও ত্বরান্বিত হয়। তবে তার ছাঁটাইয়ের আভাস আসছিল এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারের পর থেকেই।
তবে শুধু দলের ফল নয়, বেনিতেজকে সম্ভবত খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক অবনতিরও মূল্য দিতে হলো। করিম বেনজেমা, ইসকো, ক্রুস, রদ্রিগেজদের সঙ্গে বেনিতেজের টানাপোড়েন চলছিল বলে দাবি করেছে স্প্যানিশ প্রচারমাধ্যম। বেনিতেজ অবশ্য নিজেই দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করার পর রিয়াল অধিনায়ক রামোসের কথাতেও ছিল ভিন্ন সুর। যা মিলে গেল সোমবার। রামোস বলেছিলেন, ‘তাঁর (বেনিতেজ) ভবিষ্যৎ তো আমাদের হাতে নেই। তবে যেই কোচ হন না কেন, খেলোয়াড়দের আস্থা তাঁকে অর্জন করতেই হবে। সেটা রাফাই হন, কিংবা অন্য কেউ।’মাত্র সাত মাসের দায়িত্ব পালন শেষেই বিদায় নিতে হলো রাফাকে।
রিয়ালের হয়ে একসময় খেলেছেন জিদান। বর্তমানে রিয়াল মাদ্রিদের বি টিমের কোচ হিসাবে কাজ করছেন তিনি। এবার মূল দলের হয়ে লড়াই শুরুর অপেক্ষা। কোচিং ক্যারিয়ারে এই প্রথম বড় কোন দলের দায়িত্ব নিতে চলেছেন জিদান। বিবিসিকে দেয়া সাক্ষাতকারে জিদান বলেছেন, ‘আমি আপ্রাণ চেষ্টা করব নতুন দায়িত্ব পালন করতে। যাতে সবকিছুই ভালো হয়।’
১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করা জিজু রিয়ালের কোচ হিসাবে কেমন করে, তাই যেন দেখার বিষয়।