শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > বন্ধ করে দেওয়া হল তুরষ্কের ইসরায়েলি দূতাবাস

বন্ধ করে দেওয়া হল তুরষ্কের ইসরায়েলি দূতাবাস

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
আল-আকসা মসজিদের ওপর বিধিনিষেধ আরোপের জের ধরে মুসলমানদের হামলার আশঙ্কায় বন্ধ ঘোষণা করা হল তুরস্কের রাজধানী আঙ্কারাস্থ ইসরায়েলি দূতাবাস। একইসঙ্গে বন্ধ করা হয়েছে ইস্তাম্বুলের ইসরায়েলি কনস্যুলেট।

নিরাপত্তাজনিত কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রাণালয়।

প্রসঙ্গত, গত সপ্তাহে তুরস্কের মুসলিমরা ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের এবং আঙ্কারায় ইসরায়েলি রাষ্ট্রদূতের বাসভবনের সামনে বিক্ষোভ দেখায়।

এরপর রোববার জর্দানের রাজধানী আম্মানের ইসরায়েলি দূতাবাসের সামনে প্রবল বিক্ষোভ থেকে সৃষ্ট সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর বন্ধ করে দেওয়া হলো তুরস্কের ইসরায়েলি দূতাবাস ও কনস্যুলেট।