শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি নেতা নিহত

‘বন্দুকযুদ্ধে’ বিএনপি নেতা নিহত

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, নোয়াখালী ॥ সোনাইমুড়ি উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি নেতা তৌহিদুর রহমান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে সোনাইমুড়ি থানার আমিশাপাড়া ইউনিয়নের মেহেদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত তৌহিদুল (৪০) সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক। তিনি আমিশাপাড়া ইউনিয়নের বদ্রগাঁও গ্রামের নূর মোহাম্মদ মাস্টারের ছেলে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ ঘটনা নিশ্চিত করে জানান, বিএনপি নেতা তৌহিদকে ঢাকা থেকে র‌্যাবে আটক করে। বুধবার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর তাকে সোনাইমুড়ী থানায় নিয়ে আসেন।

পরে তার দেয়া তথ্য মতে রাতে পুলিশ উপজেলার মেরিপাড়া থেকে অস্ত্র উদ্ধার করতে গেলে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় তৌহিদ গুলিবিদ্ধ হন।

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক হাসান ইফতেখার জানান, ভোর সাড়ে ৫টার দিকে অজ্ঞাত তিনজন গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রোগীর নাম-পরিচয় খাতায় লিখে তারা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। পরে চিকিত্সাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা গেছেন।

নোয়াখালী জেলা পুলিশ সুপার আনিসুর রহমান জানান, নিহত তৌহিদুল ৩ নম্বর তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে।