শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > বন্দুকযুদ্ধে নিখোঁজ পুলিশের মৃতদেহ উদ্ধার

বন্দুকযুদ্ধে নিখোঁজ পুলিশের মৃতদেহ উদ্ধার

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ ॥ গজারিয়া উপজেলায় মেঘনা সেতুর নিচে ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিখোঁজ পুলিশ কনস্টেবল মো. মালেকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মৃতদেহ উদ্ধার করেছে বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় আহত এএসআই প্রদীপ কুমার, কনস্টেবল মো. শামিম ও কনস্টেবল মো. ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

মঙ্গলবার গভীররাত আড়াইটার দিকে পুলিশ-ডাকাতের বন্দুকযুদ্ধ হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুর-উর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীররাতে নদীতে টহলরত পুলিশ মেঘনা সেতুর নিচে একটি রড ভর্তি ট্রলারকে চ্যালেঞ্জ করে। এসময় ট্রলার থেকে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। প্রতিরোধেরমুখে পুলিশও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। একপর্যায়ে ডাকাতরা রডভর্তি ট্রলার ফেলে পালিয়ে যায়। এতে ৩ পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশ ডাকাতদের ট্রলার থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এ ঘটনায় মো. মালেক নামে এক পুলিশ কনস্টেবল পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে সকাল ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বলে জানান তিনি।