স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার গভীর রাতে রামপুরার বনশ্রী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। রোববার ভোর সোয়া ৪টার দিকে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের একজনের বয়স ৩৫ ও অন্যজনের ৪০ বছর হবে।
রামপুরা থানার এসআই টিপু সুলতান ভোর সোয়া চারটার দিকে বনশ্রী এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে গুলির ক্ষত রয়েছে।
র্যাবের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) মুফতি মাহমুদ খান জানান, শনিবার গভীর রাতে রামপুরার বনশ্রীতে র্যাবের চেকপোস্টে একটা প্রাইভেটকারকে থামাতে সিগন্যাল দিলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। এসময় র্যাবও পাল্টা গুলি করলে দু’জন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পর তারা মার যান।
তাদের কাছ থেকে একটা প্রাইভেটকার, পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে। প্রাইভেটকারটা চোরাই বলে জানান তিনি।
রামপুরা থানার এসআই বাবুল জানান জানান, র্যাব রাতে প্রাইভেটকারটি থানায় জমা দিয়ে গেছে। এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।