শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > বঙ্গবন্ধু স্যাটেলাইট গন্তব্যে পৌঁছাতে আরো ৩ দিন লাগবে

বঙ্গবন্ধু স্যাটেলাইট গন্তব্যে পৌঁছাতে আরো ৩ দিন লাগবে

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
মহাকাশে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট গন্তব্যে পৌঁছাতে আরো ৩ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়নন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
মঙ্গলবার রাত পৌনে ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়। এ সময় বক্তব্য রাখেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান জহুরুল হক। একই সঙ্গে দেশের প্রতিটি জেলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
শাহজাহান মাহমুদ বলেন, ১৬ কোটি লোকের দোয়া ছিল বলে এ স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব হয়েছে। এটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। তিনি স্বাধীনতার পর ভূ-উপগ্রহ তৈরি করেছেন। যদিও সে সময় অন্যের সহযোগিতার আশ্বাস ছিল। আজ বঙ্গবন্ধুর স্বপ্ন তার কন্যা বাস্তবায়ন করেছেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে কয়েকটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সূত্র :