শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন সুলতান মনসুর

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন সুলতান মনসুর

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) সুলতান মোহাম্মদ মনসুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন। শুক্রবার সকালে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।

এ সময় এমপি সুলতান মনসুর ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সুলতান মনসুর। এরপর ঐক্যফ্রন্ট গঠিত হলে তিনি জোটের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির সদস্য হন।

ঐক্যফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করেন। নির্বাচনে ঐক্যফ্রন্টের যে ৮ জন জয়ী হন তাদের মধ্যে সুলতান মনসুর একজন। ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেন সুলতান মনসুর। পরে সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয় এবং ঐক্যফ্রন্টের সব ধরণের কমিটি থেকেও বাদ দেয়া হয়।