বাংলাভূমি ডেস্ক ॥
বগুড়াতে সরকারি প্রতিষ্ঠানসহ বড় বড় স্থাপনার কর আদায় করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। বিপুল অঙ্কের কর বকেয়া পড়েছে অনেক প্রতিষ্ঠানের। পৌর কর্তৃপক্ষ বলছে সংশ্লিষ্টদের বারবার তাগাদা দিয়েও কোনো লাভ হচ্ছে না।
শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম, জেলা ও দায়রা জজ আদালত এবং ডিসি অফিসহ আটটি সরকারি অফিসের কাছে বগুড়া পৌরসভার কর বকেয়া পৌনে তিন কোটি টাকা। সবচেয়ে বেশি বকেয়া ক্রিকেট স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে। বকেয়ার পরিমান ৭৫ লাখ টাকা। ১৯৮৪ সালের পর আর কর দেননি তারা।
এছাড়াও, পৌরসভার কর খেলাপির তালিকায় আছে বগুড়া নার্সিং কলেজ, সড়ক পরিবহন সংস্থা, রেলওয়ে স্টেশনও। কর আদায়ে সহযোগিতা চেয়ে জানুয়ারিতে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে পৌর কর্তৃপক্ষ। -তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি