রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বগুড়ায় কথিত বন্দুকযুদ্ধে দুই জেএমবি নিহত

বগুড়ায় কথিত বন্দুকযুদ্ধে দুই জেএমবি নিহত

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন দুই সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের নয়লাপাড়া মোড়ে তাদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এনামুল হকের ছেলে খালিদ হাসান ওরফে বদর মামা (৩০) এবং রাজশাহীর রিপন (২৫)। এদের মধ্যে একজন জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার কমান্ডার। তিনি দিনাজপুরে ইতালির নাগরিক পিয়েরো পারোলারি হত্যাচেষ্টা এবং কান্তজিউ মন্দিরে হামলা মামলার ঘটনায় জড়িত ছিলেন। গাজিউর রহমান জানান, নয়লাপাড়া মোড়ে সন্দেহভাজন জেএমবিদের অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুজন আহত হয়। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সহকারী পুলিশ সুপার জানান, অভিযানের সময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও গ্রেনেড তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।