রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > বকেয়া বেতন না দেয়ায় বিআরটিসি চেয়ারম্যান অবরুদ্ধ

বকেয়া বেতন না দেয়ায় বিআরটিসি চেয়ারম্যান অবরুদ্ধ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বকেয়া বেতন পরিশোধ না করায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়াকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন চালক-শ্রমিকরা।

প্রায় ১১ মাসের বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে চালক-শ্রমিকরা চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেন। তারা ফরিদ আহমদ ভূঁইয়ার গাড়ির হাওয়া ছেড়ে দেন।

শ্রমিকদের দাবি, পাওনা টাকা না দিলে চেয়ারম্যানকে তারা ভবন থেকে বের হতে দেবেন না।

এদিকে বিআরটিসি কার্যালয়ে ফরিদ আহমদ ভূঁইয়ার শেষ কর্মদিবস আজ সোমবার। বিভিন্ন অভিযোগ ওঠায় তাকে আর্কাইভ ও গ্রন্থাগার অধিদফতরে বদলি করা হয়েছে।

তার পরিবর্তে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ মো. দস্তগীরকে।