শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ফ্রেঞ্চ-বাংলা স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন

ফ্রেঞ্চ-বাংলা স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

প্যারিস: ফ্রান্সের প্যারিসে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের উদ্যোগে বাংলাদেশের ৪৫তম মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার (২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের পৃষ্ঠপোষকতায় প্যারিসের লা কর্নভ মেরির হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া।

পরিষদের যুগ্ম সম্পাদক আমিন খান হাজারীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক বক্তৃতা করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সরি হজরত আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লারাকের প্রেসিডেন্ট জেক লো সার্জ, জেনারেল সেক্রেটারি জো মুলা, লা কর্নভের এসিস্টেন্ট মেয়র আঞ্জুমান সাইদ, মুক্তিযোদ্ধা তসলিম হেলাল, প্যারিস-বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন, সুমন বড়ুয়া লিটন, শরিফ আহমদ সৈকত, হুমায়ুন কবির, মিয়া ফাতেমা খাতুন, নজরুল হোসেন চৌধুরী, সালেহ আহমদ, তপন দাস প্রমুখ।

বক্তারা প্রবাসী ছেলেমেয়েদের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেনো আমাদের শেকড়ের ইতিহাস ভুলে গেলে চলবে না। সবাইকে সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশের কল্যাণে কাজ করতে হবে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তবে সত্যিকারের বাংলাদেশি হিসেবে গর্ববোধ করা যাবে।

পরে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের শিক্ষিকা রানী তাহেরের পরিচালনায় স্কুলের শিক্ষার্থী ও প্যারিসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কবিতা, ছড়া, গল্প, গান পরিবেশন করেন প্রিয়তি, রিদিতা, আনুশকা, ফারিহা, লিমা, লিংকন, নিবির, নিপশি, পার্থিব, বিজন, সুর্য, সৌরভ, তিশা, অমিতা, আইশা, আজরিন, আবিদ, আদনান, অনিশ, মেহরাজ, হাসিব, সাইফুল ইসলাম, সুমা দাস, আতাউর রহমান বেনু, শম্পা বড়ুয়া প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, হাসনা জাহান, ফাতেমা খাতুন, জোবায়দা খান, সায়েদা আক্তার, হামিদ ভুইঞা, তপন, শিপন প্রমুখ।