শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > লাইফস্টাইল > ফ্যাশনে আংটি

ফ্যাশনে আংটি

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক ॥ আংটি বরাবরই ফ্যাশনের একটি বিশেষ অনুষঙ্গ। ডিজাইনের বাহার না থাকলেও আগেকার দিনে নারীরা আংটি ব্যবহার করতেন। হালফ্যাশনে ডিজাইনের সঙ্গে পরিবর্তন এসেছে আংটি পরার ধরনে। আগে শুধু অনামিকায় পরা হলেও এখন সব আঙুলেই আংটি ব্যবহার করা হয়।

বেশ কিছুদিন আগেও ছোট্ট পাথর বা মুক্তা বসানো সোনার আংটির চল ছিল। বর্তমানে কাঠ, পিতল, পুঁতি, মুক্তা, মিনা করা ও পাথরে নজরকাড়া নকশার বড় আংটি চল শুরু হয়েছে। বাজারে বেশির ভাগই গোল, বরফি, তিন কোনা ও ডিম আকৃতির আংটি পাওয়া যাচ্ছে। এতে ধাতু ও রং-চঙে পাথরই বেশি ব্যবহার হচ্ছে।

এখন একটু বড়, খাঁজকাটা ও আঁকাবাঁকা আকৃতির আংটির চল এসেছে। কুর্তা বা ফতুয়ার সঙ্গে এ ধরনের আংটি বেশ মানাচ্ছে। তবে এই আংটিগুলো শাড়ি বা কামিজের সঙ্গেও পরা যেতে পারে। দেশি পোশাকের সঙ্গে ঐতিহ্যবাহী নকশার বড় আংটিই বেশি মানানসই।

ফ্যাশন ডিজাইনারদের মতে, পোশাকের রঙের সঙ্গে না মিলিয়ে বরং বিপরীত রঙের পাথর ও নকশার আংটি পরলেই বেশি ভালো দেখায়। এক্ষেত্রে আংটিটাই বেশি দৃষ্টিগোচর হবে। তাই হাতে মোটা বালা, চুড়ি বা অন্য কিছু না পরে নজরকাড়া আংটি পরাই ভালো। হাতে যদি চুড়ি বা ব্রেসলেট পরতেই হয় তবে তা খুব সাধারণ ও ছিমছাম হতে হবে।

চাইলে, এক হাতের আঙুলে আংটি অন্য হাতে বালা অথবা ঘড়ি পরা যেতে পারে। এ ধরনের আংটি বড় এবং অবশ্যই মধ্যমায় পরা উচিৎ। কারণ, দুই হাতের দুই আঙুলেরই গয়না ও পোশাক সবই জমকালো নকশার হলে ভালো দেখায় না। তাই পোশাক ও অনুষঙ্গের মধ্যে সব সময় ভারসাম্য বজায় রাখা উচিৎ। একটি জমকালো হলে আরেকটি হওয়া চাই ছিমছাম।

কোন পোশাকের সঙ্গে কী ধরনের আংটি ভালো দেখাবে, তা নির্ভর করে পোশাক ও আংটির নকশার ওপর। আজকাল অনেকেই ফাংকি স্টাইলের আংটি পরেন। লম্বা আঙুলে এ ধরনের আংটি খুব সুন্দর দেখায়। তবে চিকোন ও খাটো আঙুলে এ আংটি এড়িয়ে যাওয়াই ভালো। এ ধরনের হাতে সমতল নকশার আংটি বেছে নিতে পারেন।