শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ফেসবুকের নতুন ফিচার আনফলো বাটন

ফেসবুকের নতুন ফিচার আনফলো বাটন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ‘আনফলো’ বাটন যা কোনো কিছু অনুসরণ করতে না চাইলে ব্যবহার করা যাবে। আর এটাই আসছে ফেসবুকের নতুন ফিচার হিসেবে।

কাউকে পছন্দ না হলে বা তার কোনো আপডেট নিউজ ফিড থেকে সরিয়ে ফেলার ক্ষেত্রেও এ বাটনটি ব্যবহার করা যাবে। শিঘ্রই এ বাটনটি ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফেসবুকে বর্তমানে ‘হাইড অল’ বাটনটির সাহায্যে নিউজ ফিড বা কোনো আপডেট লুকিয়ে রাখতে পারেন ব্যবহারকারী। এ বাটনটির পরিবর্তে ‘আনফলো’ বাটন যুক্ত করতে চাইছে ফেসবুক কর্তৃপক্ষ যা ব্যবহারকারীকে নিউজ ফিড ফিল্টার করার সুবিধা দেবে এবং অপছন্দের অ্যাকাউন্ট ‘আনফলো’ করা যাবে সহজেই।
ফেসবুকের একজন মুখপাত্র আনফলো বাটনের খবর নিশ্চিত করেছেন রয়টার্সকে।

শিঘ্রই ফেসবুক প্রোফাইলের লাইক বাটনটির পাশে এই ‘আনফলো’ বাটনটি দেখতে পাবেন ফেসবুকের ব্যবহারকারীরা।