বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ফেলানী হত্যাকাণ্ড : আবার বিচার শুরু হচ্ছে আজ

ফেলানী হত্যাকাণ্ড : আবার বিচার শুরু হচ্ছে আজ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : কিশোরী ফেলানীকে হত্যার অভিযোগে করা মামলার বিচার (রিভিশন ট্রায়াল) আবার শুরু হচ্ছে আজ সোমবার।

ভারতের কোচবিহারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দপ্তরে বিশেষ আদালতে এ বিচার শুরু হচ্ছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র নিশ্চিত করেছে। এর আগে দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনেও মামলাটির বিচার আবার শুরু করার তাগিদ দেওয়া হয়েছিল।
অব্যাহত চাপের মুখে গত বছরের ১৩ আগস্ট ভারতের কোচবিহার জেলায় সোনারি বিএসএফ ছাউনিতে বিশেষ আদালতে বিএসএফ সদস্য অমিয় ঘোষের বিচার কার্যক্রম শুরু হয়। বিচারে অমিয় ঘোষকে ‘নির্দোষ’ বলে রায় দিয়ে বেকসুর খালাস দেওয়া হয়। রায় প্রত্যাখ্যান করে নতুন করে বিচার কার্যক্রম শুরু করতে ভারতীয় হাইকমিশনে আবেদন জানায় ফেলানীর পরিবার।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ কোচবিহারে শুরু হতে যাওয়া পুনর্বিচার কার্যক্রমে ফেলানীর বাবা নুরুল ইসলাম, মামা আবু হানিফ, কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ অংশ নেবেন বলে জানা গেছে।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের জওয়ান অমিয় ঘোষ। দিল্লিতে থাকা বাবার সঙ্গে সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে এবং পরে লাশ নিয়ে যায়। কাঁটাতারের বেড়ায় ফেলানীর ঝুলন্ত লাশের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।
-কালের কণ্ঠ