বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ফের কাশ্মীরে জঙ্গি হামলা, নিহত ৭

ফের কাশ্মীরে জঙ্গি হামলা, নিহত ৭

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥

ফের জঙ্গি হামলার মুখে জম্মু-কাশ্মীর। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ অনন্তনাগ জেলায় অমরনাথ যাত্রীদের উপর জঙ্গিরা হামলা চালায়। অন্ততপক্ষে ৭ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর।

পুলিশ ও সিআরপি জানিয়েছে, অনন্তনাগের বাতেঙ্গু এলাকায় শ্রীনগর-জম্মু সড়কের উপরে অমরনাথ যাত্রীদের একটি গাড়ি যাচ্ছিল। হঠাৎই মোটরবাইকে এসে বাস লক্ষ করে গুলি চালায় তিন জঙ্গি। অন্ধকারের সুযোগে দ্রুত চম্পট দেয় তারা। হামলায় নিহত হন এক মহিলা-সহ ৭ তীর্থযাত্রী। সকলেই গুজরাতের বাসিন্দা। জঙ্গিদের গুলিতে আহত তিন পুলিশকর্মী-সহ ১৪ জন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে বাহিনী। তাদের সন্দেহ, লস্কর ও হিজবুল যৌথ ভাবে এই হামলা চালিয়েছে।

অমরনাথ হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করেন, জম্মু-কাশ্মীরে নিরীহ অমরনাথ যাত্রীদের উপর নিষ্ঠুর ভাবে হামলা চালানো হল। কাপুরুষোচিত হামলা করে ভারতকে দমিয়ে রাখা যাবে না।

এ দিনের ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।