রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ফেরির নাবিকরা আতঙ্কিত ছিলেন

ফেরির নাবিকরা আতঙ্কিত ছিলেন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ায় বুধবার ডুবে যাওয়া ফেরিটির নাবিকদের মধ্যে আতঙ্ক এবং দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছিল। ফেরির ক্রুদের সাথে কোস্টগার্ডদের সর্বশেষ কথোপকথনের প্রকাশিত অনুলিপি থেকে এ তথ্য বেরিয়ে এসেছে।

রেকর্ডকৃত সেই কথোপকথনে দেখা যাচ্ছে, যাত্রীদের লাইফ জ্যাকেট পরানোর জন্য তিনবার কর্তৃপক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু একজন নাবিক বারবার জানতে চাচ্ছিলেন, ফেরি ত্যাগ করার নির্দেশ দেয়া হলে আশেপাশে উদ্ধার করার মতো কোন জাহাজ আছে কিনা। ফেরির ক্যাপ্টেন জানিয়েছেন, ফেরি খালি করার কথা বলার পর যাত্রীরা জলে ভেসে যেতে পারে এই ভয়ে তিনি দেরি করেছিলেন।

এদিকে রোববার ডুবে যাওয়া ফেরিটি থেকে আরো ২৬ টি লাশ উদ্ধার করা হয়েছে। ফেরি দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা গেছে মোট ৫৮টি। ১৭৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো নিখোঁজ আছে ২৩৮ জন যাত্রী। নিখোঁজ যাত্রীদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী এবং তাদের শিক্ষক।

২০০টি জাহাজ, ৩৪টি উড়োজাহাজ এবং ৬০০ জন ডুবুরি দিয়ে চলছে উদ্ধার অভিযান। কিন্তু তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।