শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > ফেব্রুয়ারির শেষে ঢাকা উত্তরের মেয়র নির্বাচন

ফেব্রুয়ারির শেষে ঢাকা উত্তরের মেয়র নির্বাচন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ২০১৮ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

একই সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড ও ছয়টি সংরক্ষিত ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ড ও ছয়টি সংরক্ষিত ওয়ার্ডেও নির্বাচন হবে।

রোববার (১৭ ডিসম্বের) নির্বাচন কমিশনের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ এসব তথ্য জানিয়েছেন।

নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে যারা নির্বাচিত হবেন, তাদের মেয়াদ হবে এই সিটি করপোরেশনেরে বাকি মেয়াদ পর্যন্ত বলে জানান হেলালুদ্দিন আহমদ।