শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ফুটবলকে রাষ্ট্রযন্ত্রের অংশ করতে কাজ করবেন জয়

ফুটবলকে রাষ্ট্রযন্ত্রের অংশ করতে কাজ করবেন জয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও নব নির্বাচিত সাংসদ আরিফ খান জয় বলেছেন, ফুটবলকে আমাদের রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পৃক্ত করার আহ্বান জানাব। কেননা ব্রাজিল ও আর্জেন্টিনায় তা করা হয়। তাই ক্রীড়াকে যেন সরকার গুরুত্ব দেয় তার জন্য সরকারকে আহ্বান জানাব।

দুপুরে জাতীয় সংসদ ভবনে সাংসদের শপথ নেয়ার পর তিনি জীবনে প্রথমবারের মতো এমপি হওয়ার অনুভূতি জানানোর সময় এ কথা বলেন।

আরিফ বলেন, ‘আমি এইখানে আসতে পেরে আনন্দিত ও পুলকিত। ক্রীড়াঙ্গণ সম্পর্কিত কোন দায়িত্ব দেয়া হলে ভাল করে কাজ করার চেষ্টা করব।’

ঢাকা আবাহনীর এই সাবেক এই ফুটবলার বলেন, ক্রীড়া একটি জাতির্ ইতিহাস রাতারাতি বদলে দিতে পারে। একটি জাতিকে বিশ্বের মানচিত্রে নতুন করে পরিচিত করতে পারে। তাই এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়কে যেন সরকার রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পৃক্ত করেন তার জন্য সরকারকে অনুরোধ জানাবো।

এই ব্যবস্থা নেয়া হলেই দেশের ক্রীড়ার সুনাম আবারো ফিরে আসবে বলেও মনে করছেন তিনি।