শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ফিলিপাইনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত ২০০

ফিলিপাইনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত ২০০

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥

এক সপ্তাহ না পেরোতেই নতুন করে আবারও শক্তিশালী ঝড় আঘাত হেনেছে ফিলিপাইনে। শুক্রবার গভীর রাতে ভূমিধসে ও আকস্মিক বন্যার কবলে পড়ে উপকূলীয় এলাকা। এতে অন্তত ২০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। নিখোঁজ আছে বেশ কয়েকজন।

বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণের দ্বীপ মিন্দানাও। সেখানকার ‘লানাও ডেল নর্ত’ প্রদেশেই ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ বলছে, ভূমিধসে নিশ্চিহ্ন হয়ে গেছে একটি পাহাড়ি গ্রাম। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি। চাপা পড়া মানুষের সন্ধানে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের।

আবহাওয়া দফতর বলছে, ঘন্টায় ৮০ কিলোমিটার গতি নিয়ে রাতে আঘাত হানে ঝড়টি। জলোচ্ছ্বাসের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। বছরে গড়ে ২০টি টাইফুন আঘাত হানে ফিলিপাইনে। গেল সপ্তাহেই ঝড়ের কারণে ৪৬ জনের মৃত্যু হয় দেশটিতে।