শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ফিলিপাইনে ফেরিডুবিতে মৃতের সংখ্যা ২৬, নিখোঁজ ২১৫

ফিলিপাইনে ফেরিডুবিতে মৃতের সংখ্যা ২৬, নিখোঁজ ২১৫

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ফিলিপাইনে একটি ফেরি নিমজ্জিত হয়ে ২৬ জনের সলিল সমাধি ঘটেছে। ২১৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের ভাগ্যে কি ঘটেছে জানা যায়নি। ৬২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি হেলিকপ্টার ও স্পিডবোট একযোগে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। সেন্ট থমাস অ্যাকুইনাস নামের ফেরিটি দুর্ঘটনায় পড়ার সময় তাতে শিশু ও নারীসহ ৮৭০ জন আরোহী ও একজন ক্রু ছিলেন। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ফিলিপাইনের সেবু বন্দরের কাছে একটি মালবাহী কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় ফেরিটি। গতকাল সকাল পর্যন্ত অব্যাহত উদ্ধার অভিযানে ৬২৯ আরোহীকে উদ্ধার করা হয়। বেঁচে যাওয়া এক নারী মারিবেল মানালো (২৩) তার ভাইয়ের কাছে ভয়াবহ দুর্ঘটনার বিবরণ দেন। ফেরিতে সঙ্গে তার মা-ও ছিলেন। শুধু তাকেই উদ্ধার করতে পেরেছে উদ্ধার কর্মীরা। মায়ের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। অন্ধকারের মধ্যে আকস্মিক এক ধাক্কায় ঠাণ্ডা পানিতে ডুবে যাওয়ার বর্ণনা দেন তিনি। প্রাণ বাঁচাতে ফেরিতে থাকা আরোহীদের আকুতি আর আর্তচিৎকারে প্রচণ্ড শোরগোল শুনতে পান। তারা দ্রুত লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিচ্ছিলেন। মারিবেল বলেন, তারাও পানিতে ঝাঁপ দেন। ক্রমেই পানিতে তলিয়ে যাচ্ছিলেন। মাকে ধাক্কা দিয়ে ওপরে ওঠানোর চেষ্টা করেন তিনি। কিন্তু একপর্যায়ে দুই জন আলাদা হয়ে যান। মারিবেল সাঁতার জানলেও তার ৫৬ বছর বয়সী মা সাঁতার জানতেন না।