সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ফার্মগেটে পেট্রোল বোমায় রিকশাচালক দগ্ধ

ফার্মগেটে পেট্রোল বোমায় রিকশাচালক দগ্ধ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ফার্মগেটে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় অমল বর্মন (৪৫) নামে এক রিকশাচালক দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অমল বর্মন নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করেন।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অমল বর্মন জানান, আমার বাড়ি পঞ্চগড়ে। সকালে ৫-৬ রিকশাচালক মিলে বাড়ি যাওয়ার জন্য গাবতলী যাচ্ছিলাম। তেজগাঁও মহিলা কলেজের সামনে (বিপরীত দিকে) আমাদের বাসটি পৌঁছলে মোটরসাইকেল যোগে কে বা কারা পেট্রোল বোমা ছোড়ে। এতে আমার শরীরে আগুন ধরে যায়।

দগ্ধ অমল বর্মনকে তেওজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমসহ সহযোগীরা ঢামেক হাসাপাতালে নিয়ে আসেন।

তার শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।