বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ফাইনালে ব্রাজিলের প্রতিপ স্পেন

ফাইনালে ব্রাজিলের প্রতিপ স্পেন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
অবশেষে কনফেডারেশন কাপ-২০১৩ এর ফাইনালে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় সেমিফাইনালের লড়াইয়ে ইতালিকে ট্রাইব্রেকারে (৭-৬) গোলে হারিয়ে স্পেন ফাইনালে জায়গা করে নিয়েছে।

এর আগে বুধবার ফিফা কনফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে ২-১ গোলে জয় পায় দুইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে বার বার সুযোগ পাওয়া সত্ত্বেও কোনো দলই গোল করতে পারেনি। এমনকি অতিরিক্ত সময়েও ছিল একই চিত্র। পরে ট্রাইব্রেকারে (৭-৬) হেরে যায় ইতালি।

তবে পুরো খেলা জুড়ে ইতালি অনেকবার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। সমানতালে স্পেনও।

কনফেডারেশন কাপে সেমিফাইনালের পথে একটুও হোঁচট খায়নি স্পেন। কনফেডারেশনস কাপের গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে দাপটের সঙ্গে শেষ চারে ইতালির মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের ড্রেস রিহার্সেলে দারুণ আধিপত্য দেখিয়েছে স্পেন। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নরা তিন ম্যাচে ১৫ গোল দিয়েছে, হজম করেছে মাত্র একটি।

এ খেলার আগে দুদদল এ পর্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে খেলার ময়দানে। ড্র হয়েছে ১২টি। জয়ের দিকে পাল্লা ভারী ইতালির, ১০ ম্যাচ জিতেছে তারা। আর স্পেনের জয় হয়েছে নয়বার। তবে স্প্যানিশদের বিপে আজ্জুরিদের সর্বশেষ জয় ২০১১ সালের আগস্টে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা হেরেছিল ১-২ গোলে।