রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ফাঁস হয়ে গেল পরী মনির পরিচয়!

ফাঁস হয়ে গেল পরী মনির পরিচয়!

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: চলচ্চিত্র মুক্তি না পেলেও চিত্রনায়িকা হিসেবে বেশ প্রতিষ্ঠিত হয়ে গেছেন পরী মনি। বাংলাদেশের চলচ্চিত্রে এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মাহিয়া মাহির পর সবচেয়ে আলোচিত নাম এখন পরী মনি। ২০১৪ সালেই অভিনয় করেছেন ২৫টির মতো চলচ্চিত্রে। এর মধ্যে কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করছেন এই চলচ্চিত্র অভিনেত্রী।
চিত্রনায়িকা থেকে চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছেন পরী মনী। রওশন আরা নীপা পরিচালিত চলচ্চিত্র ‘মহুয়া সুন্দরী’তে প্রযোজনা করছেন তিনি। বেশ কয়েক মাস ধরেই এই খবরটি গোপনই রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর গোপন থাকল না। প্রকাশ পেল পরীর গোপন খবর। দ্য রিপোর্টকে বলেছেন প্রযোজক হওয়ার গল্প।
পরী মনি বলেন, ‘খবরটি গোপন রাখতেই চেয়েছিলাম। কিন্তু সেটা আর হলো না। মহুয়া সুন্দরী সিনেমাটি ২০১৩-১৪ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। কিন্তু সিনেমাটির কাজ শুরুর পর দেখা গেল অনুদানের যে পরিমাণ অর্থ পাওয়া গেছে সেটা দিয়ে সিনেমাটা শেষ করা যাচ্ছে না। তাই পরিচালকের সঙ্গে প্রযোজক হিসেবে সিনেমাটিতে যুক্ত হলাম।’
পরী মনি আরও বলেন, ‘এরই মধ্যে অনেকগুলো সিনেমায় অভিনয় করেছি। কিন্তু মহুয়া সুন্দরী সিনেমাটিকে সব থেকেই আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। এরইমধ্যে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এখানে যাত্রাদলের নায়িকা চরিত্রে অভিনয় করেছি। আমার সহশিল্পী হিসেবে রয়েছেন সুমিত।’
তিনি জানান মহুয়া সুন্দরী আগামী পহেলা বৈশাখে মুক্তি পেতে পারে।’
এ প্রসঙ্গে নির্মাতা রওশন আরা নীপা বলেন, ‘মহুয়া সুন্দরী একটি নিখুঁত প্রেমের গল্প। ২০০৭ সাল থেকে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছি। ২০০৬ সালে এনটিভিতে কাজ করার সময় নেত্রকোণায় মহুয়া সুন্দরী যাত্রাপালা দেখে সিদ্ধান্ত নেয় এটি নিয়ে একটি সিনেমা বানাবো। বলা যায় এটা আমার একটা স্বপ্নের কাজ।’
নীপার এই স্বপ্নের সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত হলেন নায়িকা পরী মনি। পরী বলেন, ‘মহুয়া সুন্দরী একটা স্বপ্নের প্রজেক্ট। আমি চেয়েছি সিনেমাটি ভালোভাবে শেষ হোক। অনেক সিনেমায় তো ভালো ভাবনা নিয়ে শুরু হয়। পরে অর্থ সঙ্কটের জন্য থেমে যায়। মহুয়া সুন্দরী থেমে যাক এটা আমি চাইনি। তাই অনেকটা পূর্ব প্রস্তুতি ছাড়াই সিনেমাটিতে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছি।’