শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ফল পেতে ঝুঁকি নিতে হবে

ফল পেতে ঝুঁকি নিতে হবে

শেয়ার করুন

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রামের টেস্টটি ড্র হওয়ার সম্ভাবনাই বেশি যদি নিউজিল্যান্ড কোন ঝুঁকি না নেয়। গতকাল চতুর্থ দিন শেষে তারা ৮৯ রানে এগিয়ে, হাতে আছে নয় উইকেট। আজ শেষ দিনে একটা ঝুঁকি তারা নিতে পারে। সেেেত্র অর্ধেক বেলা ব্যাটিং করে লিড আড়াই শ’র বেশি হলে তারা বাংলাদেশকে ্আমন্ত্রণ জানাতে পারে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১৭/১। বৃষ্টিতে চতুর্থ দিনের শেষের ১৫ ওভা খেলা হতে পারেনি। নিউজিল্যান্ড ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে ৪০ ওভার শেষে শুরু হয় বৃষ্টি। নির্ধারিত সময় অপো শেষে দিনের খেলায় ইতি ঘোষণা করেন দুই আম্পায়ার। রোববার সকালে আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে শুরু হবে পঞ্চম ও শেষ দিনের খেলা। চতুর্থ দিন চা বিরতিতে যাওয়ার আগে ৩৯ রানের লিড নেয় নিউজিল্যান্ড। তবে ততণে সফরকারীরা খুইয়েছিল এক উইকেট। ৩২ রানের ওপেনার হামিশ রাদারফোর্ডের উইকেটটি নেন অকেশনাল বোলার নাসির হোসেন। দিন শেষে ফুলটন ৪৪ ও উইলিয়ামসন ৩২ রানে অপরাজিত ছিলেন। এ জুটি প্রথম ইনিংসেও শতরানের বেশি যোগ করেন।
দিনের শুরুটা ছিল বাংলাদেশ ব্যাটসম্যানদের দ্যুতিতে আলোকিত। সোহাগ গাজীর অসাধারণ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহটা টপকে যায় বাংলাদেশ। আর বাংলাদেশের ব্যাটিং থামে ম্যাজিক্যাল ৫০০ রান পূরণ শেষে। মধ্যাহ্ন বিরতির পর পর ক্যারিয়ারে প্রথম শতক পূরণ করেন সোহাগ গাজী। ১৬১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। সোহাগের এটি প্রথম টেস্ট শতরান। এর আগে ৬ টেস্টে তার কোন ফিফটিও ছিল না। আর তিন নম্বরে নেমে শতরান করা বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হলেন তিনি। অলআউট হওয়ার আগে এতে ১৪৮.৫ ওভারের ম্যারাথন ইনিংসে বাংলাদেশের সংগ্রহটা দাঁড়ায় ৫০১ রানে। বাংলাদেশ এ নিয়ে তৃতীয়বার টেস্টে কোন ইনিংসে ৫০০ বা তার বেশি রান সংগ্রহ করলো। কার্যকর ইনিংসে নিজের ব্যাটের ক্যারিশমা দেখান বাংলাদেশ দলে পেস ব্যাটারি রবিউল ইসলামও। কিউই বোলারদের রক্তচু উপো করে রবিউল করেন ৩৩ রান।