বিনোদন ডেস্ক ॥
নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। ‘লাল সিং চাড্ডা’ নামের ওই সিনেমাটি যৌথভাবে নির্মাণ করবে ভিয়াকম ১৮ মোশন পিকচার্স এবং আমির খান প্রোডাকশন।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’র রিমেক হবে এই সিনেমা। সিনেমাটির গল্পে অনুপ্রাণিত হয়ে আমির এর রিমেক নির্মাণে উৎসাহী হন। অদ্বৈত চন্দনের পরিচালনায় এতে আমির খান থাকবেন টম হ্যাঙ্কসে চরিত্রে।
এ বিষয়ে আমির খান বলেন, চলতি বছরের অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু করব। এতে অভিনয়ের জন্য নিজের ২০ কেজি ওজন কমিয়ে রোগাকার ব্যক্তি হিসেবে তৈরি করতে হবে।