শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > ফনি মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ: জয়

ফনি মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ: জয়

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ঘূর্ণিঝড় ফনি মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেছেন।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন জয়।

তিনি লিখেন, ধেয়ে আসছে ফনি, প্রস্তুত বাংলাদেশ। ঘূর্ণিঝড় ফনির কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাত নম্বর এবং চট্টগ্রামকে ছয় নম্বর বিপদসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় ফনি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এগুলো হলো-

দেশের ১৯ উপকূলীয় জেলায় ৫৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত।

উপকূলীয় ১৯ জেলার মোট ৩ হাজার ৮৬৮টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত।

দেশের উপকূলীয় ১৯ জেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

সব জেলা প্রশাসকদের ২০০ মেট্রিক টন চাল, ৪১ হাজার প্যাকেট শুকনো খাবার ও ৫ লাখ করে টাকা দেয়া হয়েছে।

ফনির প্রভাব মোকাবেলা ও জরুরি তথ্য আদান-প্রদানের কন্ট্রোল রুম নম্বর ০২৯৫৪৬০৭২।

ঘূর্ণিঝড় ফনির আঘাতের শঙ্কায় সারাদেশে নৌ চলাচল বন্ধ, প্রস্তুত নৌবাহিনীর ৩২টি জাহাজ।

দুর্যোগ চলাকালীন বা পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী।

ফনির পরিস্থিতি মোকাবেলায় বিআইডাব্লিউটিএসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল।

এছাড়া ঘূর্ণিঝড় ফনির বিষয়ে সতর্ক থাকতে এবং সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে আহ্বান জানান জয়।