সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > পয়লা বৈশাখে হামলার হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পয়লা বৈশাখে হামলার হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
পয়লা বৈশাখে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই। কোন হুমকিও আসেনি। তবে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈশাখের দিন মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বহন না করতে এবং সঙ্গে ব্যাগ না রাখতে অনুরোধ করছি। এটি করা হচ্ছে নিরাপত্তার স্বার্থে।’

অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘অতীতে কী হয়েছে তা সবাই জানে। তবে এবার বর্ষবরণকালে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেজন্য পুলিশ, র‌্যাবের সঙ্গে গোয়েন্দারা কাজ করছেন। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার শঙ্কা নেই। কেননা, পরিকল্পিত উপায়ে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে।’

নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।