শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > প্রেসক্লাবে শামসুজ্জামান দুদু > ‘সংবর্ধনার নামে দেশের ইতিহাসে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করেছেন’

প্রেসক্লাবে শামসুজ্জামান দুদু > ‘সংবর্ধনার নামে দেশের ইতিহাসে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করেছেন’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া গণ সংবর্ধনার কড়া সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সংবর্ধনার নামে গতকাল শহরে যা করেছেন দেশের ইতিহাসে তা কলঙ্কের অধ্যায় হয়ে থাকবে।

রোববার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মাননবন্ধনে তিনি এসব কথা বলেন। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে ঘুরে দাঁড়াও বাংলাদেশ নামের সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শামসুজ্জামন দুদু বলেন, ভালো কাজ করলে শুধু আওয়ামী লীগ নয়, দেশের মানুষই আপনাকে সংবর্ধনা দিবে। লুট হওয়া ব্যাংকের টাকা ফেরত আনুন, শেয়ারবাজারের অর্থ ফিরিয়ে দিন, গুম হওয়া মানুষগুলোকে ফিরিয়ে দিন তাহলে দেশের মানুষ আপনাকে সংবর্ধনা দিবে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু সরকারের পুরোপুরি ব্যর্থতার কাহিনী। চীন, ভারত, রাশিয়াসহ কোন দেশ বাংলাদেশের পক্ষে নেই। শেখ হাসিনা পুরোপুরি ব্যর্থ । দেশকে রক্ষা করতে হলে এই ব্যর্থ সরকারকে বিদায় করতে হবে । আমরা গণতান্ত্রিক দল। তাই সামরিক শাসন চাই না। যদি সৎ উদ্দেশ্য থাকে আলোচনায় আসুন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।