শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > প্রিমিয়ার ক্রিকেটে মুমিনুলের সেঞ্চুরি

প্রিমিয়ার ক্রিকেটে মুমিনুলের সেঞ্চুরি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন মুমিনুল হক সৌরভ। ফর্মহীনতার কারণে এখন শুধু সাদা জার্সিতে খেলেন টেস্ট ম্যাচ। এবার ৫০ ওভারের ম্যাচে ফর্মে ফিরে আসার ইঙ্গিত দিলেন তিনি। সোমবার ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) প্রাইম দোলেশ্বরর বিপক্ষে হাঁকালেন সেঞ্চুরি। ডিপিএলর পঞ্চম রাউন্ডে এসে সেঞ্চুরির দেখা পেলেন এই ব্যাটসম্যান।

যদিও এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগের ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের প্রথম কয়েকটি ম্যাচে সেভাবে রান করতে পারেননি এই ছোট-খাটো গড়নের ব্যাটসম্যান। মোহামেডানের বিপক্ষে শুধু হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

সোমবার ফতুল্লায় ম্যাচের ৩৩.৪ ওভারে ইমতিয়াজ হোসেনের বলকে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পা রাখেন মুমিনুল। এদিন তিনি ৯৯ বল মোকবেলা করে ১২টি বাউন্ডারি ও ২টি বিশাল ছক্কার সাহায়্যে তার ইনিংসটিকে সাজান।

সেঞ্চুরি পর বেশি দূরে এগোতে পারেনি মুমিনুল। ১০৪ রান করে আল আমিনের শিকারে পরিণত হন তিনি। সানজামুলের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ১০৪ বল মোকাবিলা করেন।

মুমিনুল হকের সেঞ্চুরি ও আব্দুল মজিদের হাফ সেঞ্চুরির ওপর ভর করে বড় ইনিংস গড়ার পথে রয়েছে ভিক্টোরিযা স্পোর্টিং ক্লাব।