সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিশ্ব অর্থনীতি

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিশ্ব অর্থনীতি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগ বিশ্বের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। সদ্য গত হওয়া বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১৭৫ বিলিয়ন ডলার। জানিয়েছে জার্মানভিত্তিক পূর্ণবীমা জায়ান্ট মিউনিখ রে। কেবল উত্তর আমেরিকাতেই ২০১৬ সালে ১৬০টি দুর্যোগ আঘাত হানে। গবেষকরা বলছেন এটি জলবায়ু পরিবর্তনেরই ফল।

তবে আশার বিষয় হচ্ছে ২০১৬ সালের মালের ওপর দিয়ে গেলেও জানের ক্ষতি হয়েছে বেশ কম। এসময় প্রাকৃতিক দুর্যোগে ৮৭০০ জন মানুষ মারা যায়। ২০১৫ সালে যে সংখ্যা ছিলো ২৫ হাজার ৪০০ জন। যা ১৯৮০ সালের পর থেকে সর্বোচ্চ।

জার্মান এই কোম্পানিটির ভূ-ঝুঁকি গবেষণা প্রধান পেটের হোয়েপে মনে করেন আবহাওয়া ভিত্তক দুর্যোগ গুলোর প্রধান কারণ অনিয়ন্ত্রিত জলবায়ূ পরিবর্তন।

মিউনিখ রে মোতাবেক ২০১৬ সালে আর্থিক ক্ষতির দিক থেকে সবচেয়ে বড় দুর্যোগগুলো:

এপ্রিল মাসে জাপানের দুটি ভূমিকম্পে আর্থিক ক্ষতি ৩১ বিলিয়ন ডলার।

জুন ও জুলাই মাসে চীনের বন্যায় আর্থিক ক্ষতি ২০ বিলিয়ন ডলার।

অক্টোবর মাসে হাইতির হারিক্যান ম্যাথুউতে আর্থিক ক্ষতি ১০.২ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বন্যায় আর্থিক ক্ষতি ১০ বিলিয়ন ডলার।

মে থেকে জুনের মধ্যে ইউরোপে টানা ঝড় ও বন্যায় আর্থিক ক্ষতি ৬ বিলিয়ন ডলার।

মে মাসে কানাডায় দাবদাহে আর্থিক ক্ষতি ৪ বিলিয়ন ডলার।

২০১৬ সালে সবচেয়ে বেশি ক্ষতিকার প্রাকৃতিক দুর্যোগ ছিলো বন্যা। যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ বছর এ ধরনের বিপর্যয়ে অর্থনৈতিক ক্ষতি হয় ৩৪ শতাংশ। বিগত ১০ বছরে যা বছরপ্রতি ২১ শতাংশ হারে হচ্ছিলো।