শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ৪ উইকেটে জয়

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ৪ উইকেটে জয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ঢাকা : প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে সংগ্রহ করেছে সাত উইকেটে ১৪২ রান। আরব আমিরাতের অধিনায়ক খুররাম খান করেন সর্বোচ্চ ৪৪ রান।

প্রথম ওভারে এনামুল হক বিজয়ের উইকেট হারায় স্বাগতিকরা। তৃতীয় ওভারেই সাকিব আল হাসানের উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাকিব আউট হয়েছেন নয় রান করে। তিন ওভার শেষে বাংলাদেশের রান দুই উইকেটে ১৭ রান।

বাংলাদেশের পক্ষে ফরহাদ রেজা দুই ওভারে ২৫ রান দিয়ে দুইটি উইকেট নেন।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছিল আরব আমিরাতের। প্রথম উইকেট জুটিতেই আসে ৩২ রান। ওপেনার আমজাদ আলির উইকেট তুলে নিয়ে ফরহাদ রেজা বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। এরপর খুররাম খান এবং ফাইজান আহমেদ ৩১ রানের জুটি গড়লে দুশ্চিন্তায় পড়ে যায় মুশফিক। তবে ৬৩ রানের মাথায় ফাইজান আহমেদের উইকেট তুলে নিয়ে সেই জুটি ভাঙ্গেন মাহমুদ্দলাহ। এরপরের ওভারে আমজাদ জাভেদের উইকেট তুলে নেন আব্দুর রাজ্জাক।

এরপর অধিনায়ক খুররাম খান এবং সাইমান আনোয়ার ৪৫ রানের জুটি গড়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছিলেন দলকে কিন্তু ১১৫ রানের মাথায় ফরহাদ রেজা আমিরাতের অধিনায়ককে বোল্ড করলে ব্যাকফুটে চলে যায় আরবের শেখরা। এরপর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ তিন ওভারে সংগ্রহ করে মাত্র ২৭ রান।

মাশরাফি মুর্তজা, সাব্বির রহমান রুম্মন, শামসুর রহমান, সোহাগ গাজীকেই ছাড়া মাঠে নেমেছে স্বাগতিকরা।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মাহমুদ্দল্লাহ, মুমিনুল হক, ফরহাদ রেজা, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, আল -আমিন হোসেন।

সংযুক্ত আরব আমিরাত : রাজা আহমেদ, আলি আমজাদ, আমজাদ জাভেদ, রোহিত সিংগা, ফাইজান আহমেদ, কামরান শাহজাদ, খুররাম খান, মাঞ্জুলা গোওরাজ, রোহান মোস্তফা, সায়মান আনোয়ার, স্বদীপ সিলওয়া।