মোঃ বায়েজীদ হোসেন ॥
গাজীপুর: জয়দেবপুর বাজারের স্বর্ণপট্টি রোড, থানা রোডের মা মেডিকেল হল থেকে মাছ বাজার রাস্তার দুই পাশের অবৈধ ভাবে ফুটপাতে কাচাঁমালের দোকান বসিয়ে জনৈক আলমগীর নামের ব্যক্তি সিটি কর্পোরেশনের নামে চাঁদা তুলছে বলে জানা যায়।
উল্লেখ্য মানুষের চলাচলের জন্য যেই ফুটপাত সেই ফুটপাত এখন কাচাঁবাজারে রূপ নিয়েছে। দোকান পতি ২৫০ টাকা প্রতিদিন, শতাধিক দোকান বসিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। প্রশাসনের নাকেরডগায় কিভাবে ফুটপাত দখল করে তা সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে। সম্প্রতি প্রশাসনের হস্তক্ষেপে জয়দেবপুর রেল জংশন সংলগ্ন মুক্তমঞ্চ হকার মুক্ত হয়েছে। শহরের যানযট কমাতে প্রধান প্রধান রাস্তা থেকে অটো রিক্সা সরিয়ে দেওয়া হয়েছে। গাজীপুরবাসীর দাবি এখন জয়দেবপুর বাজারের যে সকল স্থান চাঁদাবাজদের চাঁদাবাজী ও অবৈধ দখলে রয়েছে তা প্রশাসনের হস্তক্ষেপ চান। মানুষ যেন তার নিজস্ব চলারপথ ফুটপাত দখল মুক্ত করতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ ব্যবসায়ী ও ফুটপাতে চলাচলকারী সাধারণ জনগণ।