রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > প্রমাণের অপেক্ষায় সোহান

প্রমাণের অপেক্ষায় সোহান

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
কন্ডিশনিং ক্যাম্পের তৃতীয় দিনেও বৃষ্টির হানা। জিম শেষে ক্লান্তি দূর করতে মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহীমরা মাতলেন ফুটবল পায়ে। ফুটবল ম্যাচে হারজিতও আছে। তাই গোল দেয়ার জন্য মরিয়া থাকেন সব ক্রিকেটারই। দুপুর ১২টার দিকে খেলা শেষ করে সাকিব আল হাসান, সৌম্য সরকাররা চলে গেলেন ড্রেসিংরুমের দিকে। গত বছর জাতীয় দলে অভিষেক নুরুল হাসান সোহানের। বাংলাদেশের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। এ পর্যন্ত খেলেছেন এক টেস্ট, ২ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি। সর্বশেষ আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সঙ্গে শুধু দেখেই শিখেছেন। তবে ম্যাচ  খেলতে না পারা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বরং শিখছেন যা, সুযোগ পেলে তা কাজে লাগাতে চান তিনি। সোহান বলেন, ‘জাতীয় দলের সঙ্গে থেকে অনেক কিছুই শিখছি। দলের সঙ্গে থেকে নিজেকে তৈরি করছি। ড্রেসিংরুম, টিম ম্যানেজমেন্ট কিংবা অনুশীলন- সব জায়গা থেকেই শেখার আছে। আমার মধ্যে যে ঘাটতিগুলো রয়েছে, এগুলো কাটিয়ে ওঠার জন্য অনেক কিছু শেখার আছে। জাতীয় দলের সঙ্গে থেকে সবকিছু শিখতে চাই। মুশফিকের বিকল্প হিসেবে উইকেটের পেছনে নির্বাচকদের অন্যতম পছন্দ সোহান। তারই ধারাবাহিকতায় কিছুদিন ধরেই দলের সঙ্গে নিয়মিত থাকছেন তিনি। খেলার সুযোগ না পেলেও জাতীয় দলে থাকার গুরুত্বটা ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন খুলনার এই ক্রিকেটার।
তিনি বলেন, ‘সুযোগ কখন আসে কেউ বলতে পারে না। আমি সবসময় চেষ্টা করি শতভাগ ফিট থাকতে। আমার যে ঘাটতি আছে সেগুলো কাটিয়ে উঠতে। জাতীয় দলে শেখার দারুণ সুযোগ রয়েছে। আমি এই সুযোগগুলো কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করছি, যেন সুযোগ পেলেই কাজে লাগাতে পারি।’