শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > প্রভাবশালীদের দখলে পশুর হাট

প্রভাবশালীদের দখলে পশুর হাট

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২২টি অস্থায়ী পশুর হাটের ইজারা পেয়েছেন প্রভাবশালীরা। অভিযোগ উঠেছে পছন্দমতো দর দিয়ে হাটগুলোর ইজারা নেয়া হয়েছে। দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে নিয়ম অনুযায়ী বলা হচ্ছে শীর্ষ দর দাতাকে ইজারা দেয়া হয়েছে।

ঈদুল আযহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বসেছে ২২টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বসবে ১৩টি উত্তরে বসবে ৯টি । এসব পশুর হাটের ইজারা পেতে এ বছরও হয়েছে নয় ছয়। অনুসন্ধানে জানা যায় রাজধানীতে কোরবানির পশুর হাটের দরপত্র ডাকার পর আশরাফ নগর হাটের বিপরীতে এবার দরপত্র পড়েছে মাত্র ৩টি। বাড্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগের সাথে জড়িত আব্দুর রহমান রুবেল পেয়েছেন আশরাফ নগরের পশুর হাটের ইজারা।

শুধু আশরাফ নগর নয়, খিলক্ষেত, ভাটারাসহ কয়েকটি পশুর হাটও প্রভাবশালীদের দখলে যাওয়ার অভিযোগ উঠেছে। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন নিয়ম মেনেই দেয়া হয়েছে ইজারা।

মহিউদ্দিন কবির মাহিন, সম্পত্তি কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, তিনি বলেন, কোন অনিয়মের বিষয়ে অভিযোগ আমরা পাইনি এখনো এবং কেউ যদি করেন সেগুলোকে আমরা গ্রহণ করব।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরও একই অবস্থা, খিলগাঁও এর মেরাদিয়া বাজার পশুর হাটের ইজারা পেয়েছেন ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা শরীফ। উত্তর শাহজাহান পুর খিলগাঁও রেল গেট সংলগ্ন মৈত্রী সঙ্ঘের মাঠ পেয়েছেন ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ। লালবাগ রহমতগঞ্জ খেলার মাঠ পেয়েছেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা শফিন মাহমুদ। ঢাকার দক্ষিণ সিটির অন্য পশুর হাটগুলো পেয়েছেন প্রভাবশালীরা।

প্রধান সম্পত্তি কর্মকর্তার দাবি, ইজারা দেওয়ার ক্ষেত্রে সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনও অনিয়ম হয়নি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম চৌধুরী বলেন, অত্যন্ত সচ্ছভাবে টেন্ডারের সমস্ত অপসনগুলোকে আমরা ওপেন রেখেছি। হয়তো বা ট্রেডিশনালী কোন কোন এলাকায় থাকতে পারে, কেউ কেউ ট্রেডিশনালী এই হাটটি করে থাকতে পারেন। কিন্তু আমরা সরকারি নিয়ম অনুযায়ী সরকারি মূল্য নির্ধারন করেছি।

বছরের পর বছর ধরেই স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকছে কোরবানির পশুর হাট। সাধারণ ইজারাদাররা মনে করেন এতে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন।

সূত্রঃ ডিবিসি নিউজ