বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > প্রবৃদ্ধি অর্জন অভ্যন্তরীণ বাজারমুখী হচ্ছে বাংলাদেশের অর্থনীতি

প্রবৃদ্ধি অর্জন অভ্যন্তরীণ বাজারমুখী হচ্ছে বাংলাদেশের অর্থনীতি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
অর্থনীতির চালকের আসনে আসছে অভ্যান্তরীণ বাজার। সাম্প্রতিক সময়গুলোতে দেশের তৈরি পোশাক রফতানি, প্রবাসি শ্রমিকদের পাঠানো আয় ও কৃষি প্রধান ভূমিকা পালন করলেও প্রবৃদ্ধিতে এ সবের অবদান কমে আসছে। ফলে রেমিটেন্স ও পোশাক রফতানি নির্ভর প্রবৃদ্ধির যে প্রাক্কলন করা হয়েছিল তা পুরণ হচ্ছে না। চালকের আসনে যোগ হচ্ছে দেশের ভেতরের মানুষের ব্যয় ও চাহিদা। এমন ইঙ্গত করেছেন এশিয়ান ডেভলাপমেন্ট ব্যাংক (এডিবি)।

চলতি ২০১৬-১৭ অর্থবছরে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। গত অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ১ শতাংশ। এরই ধারাবাহিকতায় এবারে প্রাক্কলনকৃত প্রবৃদ্ধি ৭ ধমিক ৫ শতাংশ খুবই যৌক্তিক ছিল। সরকারের সেভাবে সরকারি ব্যয়ও করে চলেছে। কিন্তু বাংলাদেশের সব চেয়ে বড় শ্রমবাজার মধ্য প্রাচ্যে তেলের দাম কমে আসার কারণে সাম্প্রতিক সময়ে রেমিটেন্স কমে গেছে। খুব তাড়াতাড়ি রেমিটেন্স বাড়বে বলেও আশা করা যাচ্ছে না। চলতি ২০১৬-১৭ অর্থবছরর জুলাই-মার্চ নয় মাসে রেমিটেন্স কমেছে ১৭ শতাংশ। নয় মাসে বিশ্বের বিভিন্ন  দেশে অবস্থানকারী প্রবাসীরা মোট ৯১৯ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ১ হাজার ১০৫ কোটি ডলার। সে হিসাবে এই নয় মাসে প্রবাসী আয় কমেছে ১৭ শতাংশ।

রেমিটেন্সর সাথে সাথে কমছে দেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক রফতানি আয়। চলতি জুলাই-মার্চ ৯ মাসে পোশাক রফতানি নেমেছে ২ দশমিক ৩৮ শতাংশে। এটা স্মরণকালের কম প্রবৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে তৈরি পোশাক রফতানির সাথে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান, পল্লী অঞ্চলের অর্থ সরবারহ প্রত্যক্ষভাবে যুক্ত। রফতানি আয় কমার সঙ্গে সঙ্গে এ সবের উপর প্রভাব পড়বে। বিজিএমইএ এর সভাপতি মাহামুদ হাসানের মতে, বেক্সিট, আমেরিকার নির্বাচন, দেশে এ্যাকোর্ড-এ্যালায়েন্স এর রফতানি বিরুদ্ধ-নীতি এবং বিদেশে তৈরি পোশাক ব্যবহার কমিয়ে দেওয়ার প্রেক্ষিতে তৈরি পোশাক খাতে এক দীর্ঘ মেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। এর থেকে ঘুরে দাঁড়ানো শিগগিরই সম্ভব নয়।

এদিকে দেশের আবাদীর জমিতে সর্বোচ্চ ফসল উৎপাদিত হচ্ছে। দেশের এ সব জমি থেকে আরও বেশি ফসল উৎপাদন করার আশা আস্তে আস্তে ক্ষীন হয়ে আসছে। এখন কৃষি বেশি উৎপাদন করতে হলে আধুনিক প্রযুক্তির সংযোজন ও অনাবাদী জমির ব্যবহার বাড়াতে হবে। তবে এটা রাতারাতি সম্ভব নয়। ফলে প্রবৃদ্ধি বাড়াতে হলে অভ্যান্তরীণ চাহিদা ও ব্যয় বাড়াতে হবে। এডিবি এমনই পুর্বাভাস দিয়েছে।

এ ব্যাপারে এডিবির স্টাফ কনসালটেন্স মো. জাহিদ হোসেন বলেন, দেশের বিশাল জনশক্তি উৎপাদনে যেমন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তেমনি ভোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। বাংলাদেশেও তাই হচ্ছে। বাংলাদেশের প্রবৃদ্ধির কৌশলগত চালক হিসাবে আদূর আগামীতে অভ্যান্তরীন বাজারকে ভুমিকা রাখবে।