বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > প্রবাসী কবি গোলাম রহমানকে সম্মাননা

প্রবাসী কবি গোলাম রহমানকে সম্মাননা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা প্রবাসী কবি গোলাম রহমানকে সম্মাননা দিয়েছেন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাধারা’।

গত রোববার সন্ধ্যায় আটলান্টার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবির হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্থানীয় গবেষক ও লেখক ড. মুজিবুর রহমান।

বাংলাধারার সমন্বয়কারী মাহবুবুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন ডা. মুহম্মদ আলি মানিক, লিয়াকত হোসেন আবু, সাজ্জাদ বিপ্লব, সায়মা জামান, মাইসুন মালিহা, শ্যাম চন্দ, ইলা চন্দ, এইচ এ আকমল, গাইডেন্স হকিন্স ও এ এইচ রাসেল প্রমুখ।

কবি গোলাম রহমান সরকার ১৯৩৩ সালের ১ জানুয়ারি নরসিংদী জেলার সররাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জমশেদ আলি সরকার ও মাতার নাম ছিল আমেনা খাতুন। জমশেদ আলী ও আমেনা খাতুনের দুই পুত্র ও এক কন্যার মধ্যে কবি গোলাম রহমান সবার বড়।

তিনি ১৯৫১ খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন । পাঁচ পুত্র ও পাঁচ কন্যার জনক কবি গোলাম রহমান দীর্ঘ দুই যুগেরও বেশী দিন ধরে জর্জিয়ায় তার পুত্র জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি মিন্টু রহমানের সাথে বসবাস করছেন।

তার অধিকাংশ কবিতা নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা, বাংলা পত্রিকা, এখন সময়, সাপ্তাহিক বর্ণমালাসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।

২০০৯ সালে ঢাকার বিশাখা প্রকাশনী থেকে কবি গোলাম রহমানের ‘ভালবাসা’ ও ‘এসো যুদ্ধের ময়দানে’ নামে দুটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়।

অনুষ্ঠানে ডোরাভিল সিটি কাউন্সিলের নব নির্বাচিত সিটি কাউন্সিলর মোহাম্মদ আবু নাসের, জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গির হোসেন ও আহমাদুর রহমান পারভেজ, জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ডিউক খান, মোহাম্মদ জসীম উদ্দিন, নাহিদুল খান সাহেল, মোহাম্মদ আলী খান সজল, মোহাম্মদ রহমান আজাদ, সাংবাদিক ও বাংলাধারার সমন্বয়কারী সামসুল আলম, গবেষক ও লেখক ড. মুজিবুর রহমান, কবিপুত্র জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি মিন্টু রহমান ও মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।