শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > প্রবাসীদের আয়ে দেশের অর্থনীতি মজবুত হচ্ছে

প্রবাসীদের আয়ে দেশের অর্থনীতি মজবুত হচ্ছে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ইমপেরিয়াল হোটেল (টোকিও, জাপান) থেকে: প্রবাসীদের আয়েই দেশের অর্থনীতি মজবুত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের রাজধানী টোকিওর ইমপেরিয়াল হোটেলে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে তাকে দেওয়া ‘নাগরিক সংবর্ধনা’ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। জি-৭ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর জাপান সফরের শেষ দিন রোববার (২৯ মে) স্থানীয় সময় বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি। আমরা বিজয়ী জাতি। আমরা মাথা উঁচু করে চলবো, আমাদের মাথা কেন নিচু থাকবে?

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি মাথা উঁচু করেই চলছিল। কিন্তু পঁচাত্তরের পর যারা বাংলাদেশের ক্ষমতায় আসে তারা এমনভাবে এ দেশকে রাখে যে, তখন বাংলাদেশ মানেই দুর্যোগের দেশ, ভিক্ষুকের দেশ, গরিবের দেশ, হাত পেতে দেওয়ার দেশ বলে চিহ্নিত হতো।

প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, এখন সেই চিত্র পরিবর্তন হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। এ দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবেই।