স্টাফ রিপোর্টার ॥
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্য আইন সঙ্গত নয়। কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ম অনুযায়ী তদন্ত করা হবে। অভিযোগের ভিত্তিতে দুদক ( দুর্নীতি দমন কমিশন) এ বিষয়ে তদন্ত করবে।
রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বৃবিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতির বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নেয়া হবে?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তাড়াহুড়ো করে একজন প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সমীচীন নয়। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় তবে মামলা-মোকদ্দমা করা হয়। অভিযোগ আগে তদন্ত করা হবে, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তার অভিযোগের ব্যাপারে অগ্রীম কোন মন্তব্য করতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই।